ছাত্র মজলিস মাদ্রাসা বিভাগ শাখা পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২৪, ১২:২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন মাদ্রাসা বিভাগ শাখার উদ্যোগে গত ৫ নভেম্বর’২৪ (মঙ্গলবার)  স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মো: মিজানুর রহমান।

সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন- মাকসুদুল আলম মাসুম,সেক্রেটারি- ইফতেখার তামিম, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক-আরিফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক-ফাহমিদুল হাসান, বায়তুলমাল সম্পাদক-ইমদাদ, প্রচার সম্পাদক- জামিল আহমদ,ছাত্র কল্যাণ সম্পাদক-সাদমান ইবনে হাসান, প্রকাশনা সম্পাদক-আব্দুল মুমিন,পাঠগার সম্পাদক-জুবায়ের।

নব-নির্বাচিত সভাপতি, মাকসুদুল আলম মাসুম এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি- ইফতেখার তামিম এর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মো: মিজানুর রহমান.।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান।