ছাত্র মজলিস মদনমোহন কলেজ শাখা পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৮ ২০১৯, ০০:৫০

আজ ১৭ অক্টোবর ‘১৯ দুপুর ২ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মদনমোহন কলেজ শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি মোশাররফ আবেদীন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল।
সমাবেশ ২০১৯-‘২০ সেশনের জন্য সভাপতি মনোনীত হন মোশাররফ আবেদীন জয়, সেক্রেটারি মুহাম্মদ শামীম, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ নুরুল আলম এবং অফিস ও প্রচার সম্পাদক মনোনীত হন মুহাম্মদ আখতারুজ্জামান।
.
নব-মনোনীত সভাপতি মোশাররফ আবেদীন জয়ের সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি মুহাম্মদ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর সভাপতি,আফজাল হোসাইন কামিল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার ও পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।