ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন
একুশে জার্নাল
অক্টোবর ২৩ ২০২০, ২৩:৫৭
এম. এম আতিকুর রহমান:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে আজ ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে মজলিস কার্যালয়ে এক বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ২০২০/২১ সেশনের নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন জেলা সেক্রেটারী সৈয়দ মাহবুবুর রহমান।
এতে বড়লেখা উপজেলা উত্তরের সভাপতি নির্বাচিত হন মোঃ কামরুল হাসান ও উপজেলা দক্ষিণের সভাপতি নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান।
উপজেলা উত্তরের সেক্রেটারি মনোনীত হন আশরাফ আহমেদ ও উপজেলা দক্ষিণের সেক্রেটারি মনোনীত হন হাফেজ সুলতান আহমদ।
২য় অধিবেশনে উপজেলা উত্তরের সভাপতি মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার প্রাক্তন সভাপতি এম. এম আতিকুর রহমান, নব মনোনীত জেলা সেক্রেটারি সৈয়দ মাহবুবুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ফয়সল আলম স্বপন, প্রাক্তন উপজেলা সভাপতি মাওলানা মনসুর আহমদ প্রমুখ।