ছাত্র মজলিস বিমানবন্দর থানা শাখা পুনর্গঠন সম্পন্ন; সভাপতি আবিদ, সেক্রেটারি আশরাফ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৪ ২০২৪, ০০:০৬

আজ ২২ অক্টোবর  ‘২৪’ রোজ মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন বিমানবন্দর থানা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান।

সমাবেশে ২০২৪-‘২৫  সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মীর মাসরুর আবিদ, সেক্রেটারি আশরাফ আলী খান, প্রশিক্ষণ সম্পাদক তাহমিদ আহমদ শোয়াইব,  বায়তুলমাল সম্পাদক এহসান আল মাহবুব, অফিস ও প্রচার সম্পাদক আবুল হোসেন, প্রকশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক ইমদাদুল হক লিসান।

নব-নির্বাচিত সভাপতি মীর মাসরুর আবিদ এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি আশরাফ আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর  সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশমাম আহমদ প্রমুখ।