ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৮ ২০২২, ১৪:৪১
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নির্ধারিত কর্মীদের নিয়ে আজ ১৮ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় মহানগর মজলিস মিলনায়তনে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
মহানগর সেক্রেটারি শেখ নাঈমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগরীর সাবেক সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি মুযযাম্মিল হক, মহানগর প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহ নেওয়াজ, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ আনাস প্রমুখ।