ছাত্র মজলিস নাজির বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ০৫ ২০১৮, ২১:১৪
একুশে জার্নাল ডেস্ক: আজ মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নাজির বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় বাজারে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অথিতি হিাসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারন সম্পাদক ও দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব দিলওয়ার হুসাইন।শাখা সভাপতি ফাহিম আহমদের সভাপতিত্বে সেক্রেটারি ইসমাইল হুসাইন ও আবুবকর সিদ্দেকের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিন এবং সহ-সাধারন সম্পাদক হেলাল আহমদ,ছাত্র মজলিস ওসমানী নগর উপজেলার উত্তরের সভাপতি রায়হান আহমদ, খেলাফত মজলিস লালা বাজার ইউ.পি শাখার সভাপতি ডাঃ আব্দুল ওয়াহহাব, নাজির বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির। আরো উপস্থিত ছিলেন লালা বাজার খেলাফত মজলিস এর সহ সভাপতি শামিম আহমদ, আনহার আহমদ, ওমায়ের আহমদ,মাছুম আহমদ প্রমুখ।