ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখা পুনর্গঠন: সভাপতি হাবিব, সেক্রেটারি রায়হান
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৫ ২০২৪, ২১:৫২
আজ ২৫ অক্টোবর ‘২৪ রোজ বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার আওতাধীন দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন হাবিবুর রহমান, সেক্রেটারি : রায়হান আহমদ ,বায়তুলমাল ও প্রশিক্ষণ সম্পাদক -আখতার হুসাইন ফারুক, ছাত্র কল্যান সম্পাদক-জুবায়ের আহমদ,অফিস ও প্রচার সম্পাদক- মো. আলমগীর হুসাইন।
নব-নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি- রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজিম বিন হক,যুব মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমান, সংগঠনের জেলা শাখার বায়তুলমাল ও প্রচার সম্পাদক, সুমায়েল আহমদ প্রমুখ।