ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা উত্তর শাখা পুনর্গঠন সম্পন্ন; সভাপতি এমাদ, সেক্রেটারি উবায়দা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৪ ২০২৪, ১৯:৩২

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা আওতাধীন দোয়ারাবাজার উপজেলা উত্তর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর (বুধবার) স্থানীয় অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুুষ্ঠত হয়

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।

সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ এমাদ উদ্দীন, সেক্রেটারি আবু উবায়দা, বায়তুলমাল ও প্রচার সম্পাদক আরিফ আহমদ।

নব-নির্বাচিত সভাপতি এমাদ উদ্দীন এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি-আবু উবায়দার পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।