ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১১ ২০১৯, ১৭:০৭

আজ ১১ অক্টোবর’১৯, শুক্রবার, উত্তরাস্থ পুষ্পকানন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ-২০১৯ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আজিজ উল্লাহ আহমদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, শাখা সেক্রেটারি মুহাম্মদ রিয়াজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গুলশান জোন তত্তাবধায়ক মাহমুদুল হাসান ত্বহা, উত্তরা জোনের সহকারী তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান রাসেল, মাদরাসা বিভাগ সভাপতি মুহাম্মদ আবু সালেহ, সাহিত্য বিভাগ সভাপতি মিনহাজ উদ্দিন আত্তার, প্রমূখ