ছাত্র মজলিস ছাতক উপজেলা দক্ষিণ শাখা পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৪ ২০২৪, ১০:৪৮

আজ ০৩ নভেম্বর’২৪ রোজ রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা আওতাধীন ছাতক উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন সংগঠনের জেলা সভাপতি এনামুল হক আলী।সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাবেক সেক্রেটারি মাওলানা কাউছার আহমেদ।

সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি মনোনীত হন মোবারক হোসাইন সাদী ও সেক্রেটারি- মঈনুল ইসলাম।

নব মনোনীত সভাপতি মোবারক হোসাইন সাদী এর সভাপতিত্বে ও মনোনীত হন সেক্রেটারি মইনুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এনামুল হক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি কে এম সালেহ আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সেক্রেটারি মাওলানা কাউছার আহমেদ, খেলাফত মজলিস ছাতক উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।