ছাত্র মজলিস ছাতক উপজেলা উত্তর শাখা পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৫ ২০২৪, ২০:০০

গত ১৪ নভেম্বর ‘২৪ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার আওতাধীন ছাতক উপজেলা উত্তর শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।

সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি মনোনীত হন আলী আজমান সেক্রেটারি, মাহমুদুল হাসান মাহদী, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মাবরুর আহমদ সাঈদ।

নব-মনোনীত সভাপতি আলী আজমান এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি- মাহমুদুল হাসান মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক পৌর শাখার প্রচার সম্পাদক, মুহাম্মদ আবদুল হামিদ, ছাত্র মজলিস ছাতক উত্তর শাখার সাবেক সভাপতি আবু সালেহ প্রমুখ।