ছাত্র মজলিস চুনারুঘাট উপজেলা শাখার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ২৫ ২০১৯, ০০:১২
একুশে জার্নাল ডেস্ক: আজ ২৪ মে শুক্রবার বিকাল ৩ টায়, ইসলামী ছাত্র মজলিস চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে এস এস সি ও দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শিব্বির আহমদ আবির। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মই হল আগামীর সমাজ নির্মাতা। নীতিহীন এই জাহেলী সমাজকে পরিবর্তন করতে হলে তরুণদের কে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অগাধ জ্ঞান চর্চার মাধ্যমে বর্তমান সমাজের চ্যালেঞ্জ মুখাবেলা করে এগিয়ে যেতে হবে এবং একটি সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে যত্নবান হতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জেলা সভাপতি হাফেজ আব্দুল ওয়াজেদ,মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আবিদ রহমান খেলাফত মজলিসের উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জনাব ফারুক আহমদ,সাবেক জেলা সেক্রেটারি Nurul Huda AL Habib, খেলাফত মজলিস নেতা মাওলানা সালমান আহমদ, মাওলানা আমিনুল ইসলাম সুবেল সহ প্রমূখ।