ছাত্র মজলিস ওসমানী নগর উপজেলা শাখা পূণর্গঠন সম্পন্ন।
একুশে জার্নাল
অক্টোবর ১২ ২০১৮, ১৮:০৪
একুশে জার্নাল ওসমানীনগর: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলাধীন ওসমানীনগর উত্তর ও দক্ষিণ শাখা পূণর্গঠনের লক্ষে ১২ অক্টোবর,শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় স্থানীয় তাজপুর মজলিস মিলনয়তনে উত্তর শাখার সদ্য বিদায়ী সভাপতি রায়হান আহমদের সভাপতিত্বে ও দক্ষিন শাখার সভাপতি মুজাক্কির আহমদ নাজুর পরিচালনায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখাদ্বয় পূণর্গঠন করেন সিলেট পশ্চিম জেলার নব মনোনিত সভাপতি জাকির হোসেন সাঈদ ।
উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য দক্ষিণ শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মুজাক্কির আহমদ নাজু সেক্রেটারি মনোনিত হন মুহাঃ আজমল হোসাইন।
উত্তর শাখার সভাপতি নির্বাচন হন মোঃ শামছুল ইসলাম সুমন ও সেক্রেটারি মনোনীত হন শাকিল আহমদ। সমাপনি অধিবেশনে দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি মুজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে ও উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ শামছুল ইসলাম সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন,প্রচার সম্পাদক মুহাম্মদ মুজাম্মিল হক,বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমদ,খেলফত মজলিস ওসমানীনগর উপজেলার অফিস ও প্রচার সম্পাদক হাফিজ আফজল হোসাইন,ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার সাবেক সেক্রেটারি সাংবাদিক রায়হান আহমদ,দক্ষিন শাখার সদ্য বিদায়ী সেক্রেটারি মাওঃনুরুল ইসলাম, প্রমূখ।