ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৩ ২০১৯, ২৩:০৬
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।
আজ ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, ঢাকা মহানগর উত্তর সভাপতি আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন আহমদ খন্দকার, সহ সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ছাত্র মজলিস শাবিপ্রবি’র সাবেক সভাপতি খসরুল আলম, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল খন্দকার প্রমুখ।