ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল উপজেলা শাখার সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
একুশে জার্নাল
জানুয়ারি ২৪ ২০২০, ২১:২৫
একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী জেলার আওতাধীন বাউফল উপজেলা শাখার উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি আজ ২৪ জানুয়ারি উপজলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।
শাখা সভাপতি মুহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মাওলানা আইয়ুব বিন মুছা, বরিশাল মহানগরী সভাপতি নুরুল আমীন আজাদী, পটুয়াখালী জেলা সভাপতি মুহাম্মদ বেলাল হুসাইন, শহর সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা আবু মুসা, ছাত্র মজলিস পটুয়াখালী জেলা সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, খেলাফত মজলিস বাউফল উপজেলা সাংগঠনিক সম্পাদক ডাঃ জাকির হোসেন।
শাখা সেক্রেটারি মাহমুদুল হাসান মামুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা প্রচার সম্পাদক মুহাম্মদ তামিম, মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ জাহিদুল ইসলাম, জাকির হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাপ্ত হয়।