ছাত্র মজলিসের কমিটি পুনর্গঠন ; সভাপতি তারিক, সম্পাদক উবায়দুর
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২৩:৫৬

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তারিক বিন হাবীব সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সেক্রেটারী জেনারেল মনোনীত হয়েছেন উবায়দুর রহমান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ হোসাইনী। সম্মেলন পরিচালনা করেন সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ উবায়দুর রহমান।
সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য মুহাম্মাদ তারিক বিন হাবীব কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং মুহাম্মাদ উবায়দুর রহমানকে সেক্রেটারী জেনারেল মনোনীত করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা আব্দুর রহীম সাঈদ, সাবেক সেক্রেটারী জেনারেল মুফতি মুনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, মাওলানা সাদিক সালিম, সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল, সাবেক মহানগর সভাপতি মাওলানা মাওলানা আমানুল্লাহ, মাওলানা আব্দুল কাদির আল আমিন ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহসিন উদ্দীন বেলালী প্রমূখ।