ছাত্র ফেডারেশন নেতা রাকিব’কে পিটিয়ে রক্তাক্ত করেছে জবি ছাত্রলীগ
একুশে জার্নাল
জুলাই ২২ ২০১৮, ১২:১১
একুশে জার্নাল জবি প্রতিনিধিঃ আজ (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা রাকিবুল রাকিব’কে পিটিয়ে রক্তাক্ত করেছে জবি ছাত্রলীগ।
রকিব জানায়, “এই তুই ছাত্র ফেডারেশন করিস, তোমাদের এতো সাহস ছাত্রলীগের সমালোচনা করিস, মাননীয় প্রধানমন্ত্রীকে সমালোচনা করিস। একেবারে নাক ফাটিয়ে দেবো।” এসব কথা বলেই তারা অতর্কিত হামলা চালায় তার উপর। রাকিব নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।