ছাত্র-ছাত্রীদের ৯দফা দাবী দ্রুত মেনে নিয়ে কার্যকর করুন -খেলাফত মজলিস যুক্তরাজ্য
একুশে জার্নাল
আগস্ট ০৬ ২০১৮, ১২:৩৬
একুশে জার্নাল লন্ডনঃ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক এক বিবৃতিতে বাস চাপায় দুই জন ছাত্র- ছাত্রী নিহত এবং আরো ছাত্র-ছাত্রী আহত হওয়া কে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবীতে ৭দিন যাবত আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ৯দফা দাবীকে সমর্থন জানিয়ে তাদের এই নায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান , সাথে সাথে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করার জন্য প্রশাষনের প্রতি আহবান জানান ।
নেতৃবৃন্দ আরো বলেন রোড একসিডেন্টের কারনে প্রতিদিন মৃত্যুরসারী দীর্ঘ হতে দীর্ঘায়িত হচ্ছে ,আর এর মূল কারন ফিটনেস বিহীন গাড়ী , লাইসেন্স বিহীন ড্রাইভার , তাই সরকারকে এখনই এর বিহিত ব্যবস্হা গ্রহন না করলে তার সমস্ত দায়ভার সরকার কেই গ্রহন করতে হবে । নেতৃবৃন্দ বিভিন্ন জাগায় আন্দোলন রত কোমলমতি ছাত্র -ছাত্রীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন প্রশাষনের ছত্র ছায়ায় যে সমস্ত সন্ত্রাসি কোমলমতি ছাত্র -ছাত্রীদের হামলা করে এই ন্যায় সংগত আন্দোলনকে বানচাল করতে চায় এ দেশের জনগণ তাদের এই কালো হাত ভেংগে দিতে পিছপা হবে না। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানান ।