ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি
একুশে জার্নাল
নভেম্বর ০৮ ২০১৮, ২২:৩৫
এহসান বিন মুজাহির:২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি।বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলে মোহাজিরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫জন ছাত্র-ছাত্রীদের হাতে পরীক্ষা উপকরণ সামগ্রি তুলে দেন অতিথিবৃন্দ।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর নোয়াব আলী, মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম, যোগেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন, জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা, উরব্যাক অফিসেস এর নির্বাহী পরিচালক মুহিবুল হক ভুইয়। আরও বক্তব্য রাখেন বিটিআরআই’র সাবেক ডিরেক্টর আলতাফ হোসেন, মুসলিমবাগ হিলফুল ফুজুল ইসলামী সমাজকল্যান সংস্থার সভাপতি মাসুদ রানা,বাগান পঞ্চায়েত তিল্লী গোয়ালা, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, সংবাদকর্মী রিমন ইসলাম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ জানুয়ারি থেকে স্টুডেন্ট সোসাইটি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন সামগ্রি বিতরনী কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।