ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্ব: সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সম্পাদক আরিফুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৯ ২০২১, ০৫:৪২

সংগঠন প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম কাউন্সিলের আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদ। কাউন্সিল থেকে ঘোষণা করা হয়েছে নতুন নেতৃত্ব।

শনিবার সংগঠনের কাউন্সিল শেষে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোল্লা রহমতুল্লাহ।

সফল কোটা সংস্কার আন্দোলন থেকে ২০১৮ সালে জন্ম হয়েছিলো ছাত্র অধিকার পরিষদের। শুরুতে ছাত্রদের মাঝে সাড়া ফেললেও নিজেদের যৌক্তিক অবস্থানের ভিত্তিতে পরবর্তীতে সাধারণের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয় এই সংগঠনটি। প্রাথমিক অবস্থায় এর নেতৃত্বে ছিলেন নুরুল হক নুর।

ব্যাপক জনপ্রিয়তার ফলাফল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও জয় পান তিনি। তবে এরপরই কিছুটা ফাটল ধরে সংগঠনের মাঝে। পরবর্তীতে কেন্দ্রিয় নেতৃত্বের অধীনেই যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের মত শাখা সংগঠনের জন্ম হয়।

বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনেও পা রাখতে শুরু করেছে ছাত্র অধিকার সংগঠন। ভাসানী পরিষদ, নাগরিক ঐক্যের সঙ্গে একই মঞ্চে উঠে আসছে তারা।

সবশেষ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েক জনকে পৃথক রাজনৈতিক মঞ্চ গড়ার ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর