ছাত্রশিবির ঢাকাদক্ষিণ সরকারী কলেজ শাখার বৃক্ষররোপণ কর্মসূচী পালিত
একুশে জার্নাল ডটকম
জুলাই ২০ ২০১৯, ১৭:৫৮
কেন্দ্র ঘোষিত বৃক্ষররোপন কর্মসূচী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ পূর্ব শাখার অন্তর্গত ঢাকাদক্ষিন সরকারী কলেজ শাখা শিবিরের উদ্যেগে বৃক্ষররোপন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার ১৯ জুলাই বিকাল ৩ ঘটিকার সময় ঢাকাদক্ষিন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মোহাম্মদ রোকন উদ্দীন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জজ উপজেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি আব্দর রহিম জাবলু।
এছাড়া ঢাকাদক্ষিন সরকারী কলেজ শাখা শিবিরের নেতৃবৃন্দ ও স্থানীয় শিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।