ছাত্রদলের কাউন্সিল ইস্যুতে সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৭ ২০১৯, ১৫:৩৮

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল নিয়ে জরুরি বৈঠকে বসছে বিএনপি। আজ সন্ধ্যা ৬ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

১৪ সেপ্টেম্বর ছাত্রদলের সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের সব প্রস্তুতি নিয়ে রাখলেও একদিন আগে আদালত ছাত্রদলের সম্মেলনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে বিএনপির ১০ নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়। ফলে থেমে যায় ছাত্রদলের সম্মেলন প্রক্রিয়া।

মূলত ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানুল্লাহর করা আবেদন আমলে নিয়ে আদালত ছাত্রদলের সম্মেলনে স্থগিতাদেশ দেন। আদালতের আদেশের পরে ছাত্রদলের নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে বিএনপির করা নির্বাচন পরিচালনা কমিটি।