ছাত্রদলকে সাথে নিয়ে আন্দোলন করতে চায় ছাত্রশিবির

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০১৯, ২৩:৩৬

বাধা-বিপত্তিসহ নানা প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় ইতিহাস সৃষ্টি করে স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির এই সহযোগী সংগঠনের নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপির শরীক জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল মো. সিরাজুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল মো. সিরাজুল ইসলাম বিবৃতিতে জানান, ‘আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।’

‘দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্ন প্রায়, তখন তারা ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।’