ছাতকে মুক্তিযোদ্ধা সোনাহর আলীর ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
একুশে জার্নাল
জুন ১৯ ২০২০, ২১:৩৬
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে মুক্তিযোদ্ধা সোনাহর আলী গেদা (৭৫) ইন্তেকাল করেছেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। শুক্রবার বিকেলে তিনি পীরপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
বিকেল ৬ টায় ইমামগঞ্জ বাজার শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ও এসআই শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সোনাহর আলী গেদা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর দক্ষিনপাড়ার মৃত ইরফানআলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় ইমামতি করেন মুক্তিযোদ্ধার স্বজন মাওলানা ফয়েজুর রহমান।