ছাতকে মসজিদে চুরি, মুয়াজ্জিনের হাতে চোর আটক
একুশে জার্নাল
এপ্রিল ১৬ ২০১৯, ২০:২০

একুশে জার্নাল ডেস্ক: সুনামগঞ্জ ছাতক থানার জাউয়া বাজার লক্ষমসোম জামে মসজিদের সাউন্ড মেশিন চুরি করে পালিয়ে যাওয়ার সময় মসজিদের মুওয়াজ্জিন ও জনতার হাতে আটকা পরে এ চুর।
আজ ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার আনুমানিক বেলা ৩ ঘটিকার সময় এ চুরির ঘটনা ঘটে। মসজিদের মুওয়াজ্জিন সিসি ক্যামেরায় দেখতে পান চুর মসজিদে ঢোকে মাইকের সাউন্ড মেশিন চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন সে লোকজন কে সাথে নিয়ে দৌড়ে গিয়ে তাকে আটক করেন।
চুর সিলেট লামা বাজারের আব্দুল মতিনের পুত্র বাবর বলে জানাযায়। জনতা চুরকে আটক করে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মফিজ ও এ এস আই মান্নান সহ পুলিশ সদস্যদের হাতে সুর্পদ করেন।
জনগনের ধারণা, উক্ত চুর ইয়াবা ব্যবসা সহ এলাকার অনেক অবৈধ কাজের সাথে জড়িত।