ছাতকে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০১ ২০২০, ২১:৩৮
ছাতক প্রতিনিধি: ছাতকে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় আলোচনা সভা শেষে স্থানীয় কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আতিকুর রহমান তালুকদার, সাবেক উপদেষ্ঠা শামছুল ইসলাম, মাস্টার আবদুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল আমীন সুজন, বিএনপি নেতা বদর উদ্দিন, এখলাছুর রহমান, ডাক্তার মাসুক মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মেম্বার, উপজেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, বিএনপি নেতা আলকাব আলী মেম্বার, বুরহান উদ্দিন ছুরত, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়েজ আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবু তালেব তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা হুসেন আহমদ, আবদুল হেকিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, যুবদল নেতা বাবলা মিয়া, উপজেলা ছাত্রদলের ছানোয়ার হোসেন, রুম্মান হোসেন, কাহার উদ্দিন, সানোয়ার হোসেন মাহদি, আনোয়ার হোসেন, রায়হান আহমদ, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা সাহেদ আহমদ প্রমূখ। পরে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, তকিপুর বড় মসজিদের ইমাম মাওলানা রুকন উদ্দিন। মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করা হয়।