ছাতকে প্রবীণ মুরুব্বি ইয়াজ উল্ল্যাহর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
একুশে জার্নাল ডটকম
জুন ১৯ ২০২০, ১৩:৫৭

ছাতক প্রতিনিধি:
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামের প্রবীন মুরুব্বি, মৈশাপুর জামে মসজিদের সাবেক মতোওয়াল্লী, উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মৈশাপুর মাদ্রসার সাবেক প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিনের পিতা, আলহাজ্ব ইয়াজ উল্ল্যাহ’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন।
এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আলহাজ্ব ইয়াজ উল্ল্যাহ ছিলেন একজন আদর্শবান, ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব। এলাকাবাসী একজন সাদামনের মানুষকে হারিয়েছে। তাঁর শুন্যতা পূরণ হবার নয়।
এদিকে পৃথক এক শোক বার্তায় আলহাজ্ব ইয়াজ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা ক্বারী সালেহ আহমদ, সাধারন সম্পাদক হাফিজ আবু সাইদ সহ সাধারন সম্পাদক মুশাহিদ আলী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আং ছালাম ছালিক,উলামা সম্পাদক মাওলানা আবু ছুফিয়ান, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জাবেদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ তহুর আহমদ নোমান, জাউয়া বাজার ডিলার সমিতির সহ সভাপতি মাওলানা আনোয়ারুল হক, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ সহ জেলা উপজেলা শাখার খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।