ছাতকে নতুন ১২ জনের করোনা পজেটিভ
একুশে জার্নাল
জুন ০৫ ২০২০, ০৯:৪২
জুনাইদ আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। জাউয়া বাজার ইউনিয়নের পর এবার ছাতক পৌর শহরে হানা দিয়েছে করোনা ভাইরাস।
৩ জুন ছাতক উপজেলা হেলথ কমপ্লেক্সে এর উদ্যোগে ৪৫ জনের নমুনা নমুনা সংগ্রহ করে শাবির পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
৪ জুন প্রাপ্ত রিপোর্টে ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ছাতক পৌর এলাকার লাফার্জ কারখাননা ৩,বাগবাড়ী ১, কলেজ রোড ২ , মন্ডলীভোগ ৩ ,অদুদ ম্যানশন ১, চাদনী ঘাট ১জন সহ ১১ জন পৌর এলাকার বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ১,করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন উপজেলা হেলথ অফিসার ডাঃ রাজীব চক্রবর্তী।