ছাতকে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত
একুশে জার্নাল ডটকম
মে ২৯ ২০২০, ১৫:৩৬

জুনাইদ আহমদ,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি;
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আরো ৬জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করা হয়।
সুত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) ডা. শাহীন রেজা, এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ ৩ জন ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তার ছেলের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফার্মেসি ব্যাবসায়ী আব্দুল হক, জাউয়া বাজার আওয়ামী লীগের (একাংশের) সাধারন সম্পাদক, ইউনিয়নের রাউলী গ্রামের মৃত চমক আলীর পুত্র ও তার ছেলে মামুন আহমদ।
এনিয়ে এ উপজেলায় ২১জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ।