ছাতকে নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত
একুশে জার্নাল ডটকম
জুন ২০ ২০২০, ১১:৩৭

ছাতক প্রতিনিধি:
ছাতকে গত ২ দিনে আরো ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত । শুক্রবার রাতে শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে আরো ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুক্তিরগাও এলাকার ১ জন, শহরের মন্ডলীভোগ এলাকার ৪ জন, উপজেলা পরিষদ এলাকার ২ জন, উপজেলা হেলথ কমপ্লেক্সের ১ জন, নোয়ারাই এলাকার ১ জন ও লেবারপাড়া এলাকার ১ জন। এর মধ্যে মন্ডলীভোগ এলাকার ২ মহিলা ও মুক্তিরগাও এলাকার ১ মহিলার দ্বিতীয় টেস্টের রেজাল্টেও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে দু’দিনে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতের প্রাপ্ত রিপোর্টেও ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে শহরের বাগবাড়ী এলাকার ১ জন, উপজেলা পরিষদ এলাকার ১ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, চরেরবন্দ এলাকার ১ জন, ভাজরামহল এলাকার ১ জন, লেবারপাড়া এলাকার ১ জন ও জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের ৩ জন রয়েছেন।
এছাড়া দোয়ারাবাজার থেকে নমুনা প্রেরন করে ইসলামপুর ইউনিয়নের রহমতপুর এলাকার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।