ছাতকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন
একুশে জার্নাল
অক্টোবর ১৪ ২০২০, ২২:১১
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড আইন পাসের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কেন্দ্রিয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস পৌর শাখার সহ সভাপতি মাওলানা আবুল খয়েরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মজলিসের সহ সেক্রেটারী মাওলানা আকিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসেন আকিক, ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলা সেক্রেটারী ইসমাইল হোসেন মুবিন, মজলিস নেতা মাওলানা সুলায়মান আহমদ, হাফিজ নূরে আলম, হাফিজ সিদ্দীক আহমদ, মাওলানা ফখরুল আমিন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা উমায়ের ইসলাম, মাওলানা জামিল আহমদ দুলাল, মাওলানা জুনেদ আহমদ, শাহরান আমিন, মাওলানা রফিক আহমদ, মাওলানা আসাদ আহমদ, মুস্তাফিজুর রহমান, সালেহ আহমদ, আব্দুল ওয়াহিদ, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আবুল হোসেন রুমন প্রমুখ। মানববন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। যত্রতত্র ধর্ষন ও নির্যাতিত হচ্ছে নারীরা। নারীদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্নরূপে ব্যর্থ হয়েছে। ধর্ষক ও নারী নির্যাতনকারী পশুদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।
বক্তারা আরো বলেন, পুলিশ হেফাজতে রেখে সিলেটের সন্তান রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রায়হানের খুনি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবরকে মৃত্যুদন্ড দিতে হবে। অন্যতায় খেলাফত মজলিস রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করবে। দেশের বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির কথা উল্লেখ করে বলেন, বাজার নিয়ন্ত্রনে সরকার কার্যকর পদক্ষেপ নিতে হবে।