ছাতকে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০২ ২০২২, ০৬:৩৫
জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধি : খেলাফত মজলিসের সাবেক নায়েবে আমীর, ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রিয় সভাপতি, ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিগলবাক গ্রামের কৃতি সন্তান, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত।
উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ এবং সহ অর্থ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (রহ:) ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি ছিলেন খেলাফত মজলিসের একজন নিবেদীত প্রাণ। ছিলেন সংগঠনের আদর্শবান ত্যাগি নেতা। রাজনৈতিকের পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে অনেক সফলতার সাক্ষর রেখেছেন। যদিও তিনি কোন জনপ্রতিনিধি ছিলেন না, তার পরও তিনি তার এলাকায় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণসহ অসহায় মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। সমাজসেবায় তিনি অনেক অবধান রেখে গেছেন। যা কখনো মানুষ থাকে ভূলবেনা। কর্মের কারণে তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সংগঠনের সিলেট জোন ইনচার্জ ডাক্তার এ. এ তাওসিফ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগরী শাখার সহ সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ভূইগাঁও মাদরাসার মুহতামীম মাওলানা শামছুল ইসলাম, সাদারাই মাদরাসার মুহতামীম মাওলানা আবুল খয়ের, সিলেট মহানগরী সহ সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা সদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, চরমহল্লা আশাকাচর মাদরাসার মুহতামীম মাওলানা আবদুল মালিক, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, শিক্ষাবীদ মাওলানা জালাল উদ্দিন, দারুল উলুম ছাতকের মুহতামীম মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শফিক উদ্দিন (রহ:)’র কনিষ্ঠ পুত্র এহসান আল হাদী, সউদি আরবের জেদ্দা মহানগরী শাখার সাবেক সেক্রেটারী মাওলানা উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাহ্হার, সিলেট জালালাবাদ থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, পবিত্র মক্কা মহানগীর শাখার সহকারী সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আখতার হোসাইন ও মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারী মাওলানা জাকির হোসাইন সাইদ, সিলেট কতওয়ালী থানা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারী ফারুক আহমদ জাবেদ, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আইনুদ্দিন সুজন, ছাতক উপজেলা শাখার সহ সভাপতি ক্বারী সালেহ আহমদ, মাওলানা মোফাজ্জল আলী, হাফেজ আজিজুল হক, তোফায়েল আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবু সুফিয়ান, আবদুল ওয়াদুদ লদু, ইয়াহইয়া খান মাহবুব, মাওলানা হাফেজ তহুর আহমদ নোমান, মাওলানা ইকবাল আহমদ, ক্বারী নজরুল ইসলাম, মাওলানা আবদুর রব, ক্বারী আবদুল্লাহ, ক্বারী জমির উদ্দিন, মাওলানা তালিব উদ্দিন, পীর মাহমুদুল হাসান, মাওলানা আমিরুল ইসলাম, সোলাইমান আহমদ তালুকদার, হাফেজ আমিরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ফয়ছল আহমদ দবির, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শাখার মাওলানা বদরুল, মাওলানা লুৎফুর, হাফেজ আমিরুল ইসলাম, আবদুল মজিদ, আসাদ আহমদ, সেলিম আহমদ, ব্যবসায়ি মাওলানা জামিল আহমদ, ময়নুল হক, ছাত্র মজলিস নেতা মোবারক হোসাইন, চেতনা শিল্পীগোষ্ঠির রেজাউল করিম ও মোশাররফ আবেদীন প্রমূখ। পরে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।