ছাতকে করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২০, ১৮:২৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত আরেক জনের মৃত্যু হয়েছে।তার নাম আলীমুজ্জামান হিরা মিয়া (৬৫)।

তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড় গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৪-জুন) তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়।

গতকাল (৫-জুন) শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ছাতকে এ পর্যন্ত ৫১ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন,নিজ বাড়িতে আইসোলশনে আছেন ৪২জন, ও মারা গেছেন ৩ জন।