ছাতকে আরও ৮ জনের করোনা পজেটিভ; মোট আক্রান্ত ২৪২ জন
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০২০, ১১:৩২
জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধি;
ছাতকে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৮ জন। এ নিয়ে ছাতকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে।
শাবিপ্রবির পিসিআর ল্যাব থেকে বুধবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ছাতক হাসপাতালের ১ জন মহিলা ডাক্তার, ১ জন মেডিকেল রিপ্রেজেনটেটিভ রয়েছেন।
অন্যান্যদের মধ্যে শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার ৪ জন, শহরের মন্ডলীভোগ এলাকার ভাড়াটে বাসিন্দা (সিলেট যতরপুর এলাকার) ১ জন ও লাফার্জ হোলসিম কারখানার ১ জন রয়েছেন।
নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী বলেন করোনা আক্রান্তের সংখ্যা ছাতকে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।