ছাতকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
জুলাই ০২ ২০২০, ২১:০৭

জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধি:
ছাতকের ভাতগাও ইউনিয়নের হালদা নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় সকালে ইউনিয়নের ভাতগাও গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশে হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টারকে বিষয়টি অবহিত করেন।
ইউপি চেয়ারম্যান জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ভাসমান লাশের খবর দেন। বৃহস্পতিবার সকালে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
প্রায় ৩০ বছর বয়সী যুবকের কোনো পরিচয় না পাওয়ায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিকালে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন হাদীদ স্যাফটিংঘরের উদ্যোগে লাশ দাফন করা হয়েছে।