ছাতকের ঝিগলীতে সংঘর্ষ আহত অর্ধশতাধিক
একুশে জার্নাল ডটকম
জুন ১৩ ২০২০, ১৯:৪৬
পূর্ব শত্রুতার জের ধরে ছাতকের ঝিগলীতে মাশুক মেম্বারের পক্ষ ও সাবাজ মেম্বারের পক্ষের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয় প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হন গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে ভাঁতগাও ইউনিয়নের সাত নং ওয়ার্ড মেম্বার সাবাজ মিয়ার ছেলে রুমেনের হাতে থাকা অবৈধ বন্দুকের গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে জাহেদ নামের এক জন গুরুতর আহত হন। সাবাজ মেম্বারের পক্ষে মারামারী করতে ঝিগলী থেকে আসা অন্যান্য দের মাঝে আহত হন লুকমান মিয়ার বোনের জামাই আরিজ ৪৫, ভাগনা হাবিবুর ২৫, ছিদ্দেক ৪২, শফিক ৪৫, শাবের ২৫, রকিব ৪০, আনই ৪৮, কাইয়ুম ৪৮।
অপরদিকে মাশুক মেম্বারের পক্ষে জিয়া ৪৩, আজিজ ৪৫ কয়েছ ৩৫, মাছুম ২৪, মামুন ২৫, রাজা ২৪, মিঠু ২২, আব্দুর রজাখ ৩০, আব্দুল আলীম ২৫, মিলন আহমদ ২০, নুরুল আমীন ১৯, সাজুর ১৯, ইমন ২৩, রাজিব ১৮, এরা সবাই গুলিবিদ্ধ,
এছাড়া উভয় পক্ষে আহত হন আব্দুর রহিম, রুহেল,সুজন,তাহের,তালেব,আকিল আলী,সুজন মিয়া,ফয়সাল মিয়া,নুরুল ইসলাম,আব্দুল গনি,মখলিছ ও মাহফুজ ।
এলাকাবাসীর সূত্রে আরো জানা যায় যে মাসুক মেম্বার ও আজিজুর রহমান পক্ষ বিচার মানলেও সাবাজ এজু গং বিচার মানতে নারাজ এমনকি তারা সাবাজ মেম্বার পক্ষ সংঘর্ষ পূর্ব রাত্রে মদ খেয়ে মাশুক মেম্বারের বাড়িতে হামলা চালায় ।
পরের দিন শুক্রবার সকাল আটটার দিকে শিংছাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদ আলী সহ কিছু শালিশ ব্যাক্তিত্ব কে উপেক্ষা করে সাবাজ মেম্বারের ছেলে রুমেন বন্দুক দিয়ে গুলি করলে মাশুক মেম্বারের পক্ষ থেকে প্রতিহত করতে গেলে এই সংঘর্ষ বাধে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।