ছাতকের জাউয়া বাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩০ ২০২০, ২১:৪২

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে ফ্রান্সে সরকারি মদদে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা. এর অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে জাউয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমু’আ সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহ আব্দুস সালাম ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা অাখতার হোসাইন, ছাতক উপজেলা মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত।

আরো উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া শাখাইতি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ, ছাতক উপজেলা মজলিসের সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন,মাওলানা সালেহ আহমদ, মাওলানা আমজদ হোসাইন, উপজেলা মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারি হাফেজ মাও. তহুর আহমদ নুমান, ছাত্র মজলিস সিলেট মহানগরী সদস্য আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের র্নিবাহী সদস্য জাউয়া বাজার ইউনিয়ন মজলিসের সহ সভাপতি মাওলানা ইয়াহিয়া খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল ওয়াদুদ লদু, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ফয়জুল আমিন, উত্তর খুরমা ইউনিয়ন মজলিসের সেক্রেটারি জনাব ইমাম উদ্দিন। ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি তাজিদুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন মাওলানা মহি উদ্দিন, হাফিজ ওলি উল্লাহ, জুনাইদ আহমদ, সুজন মিয়া প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।