ছাতকের চরমহল্লা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪৬ হাজার ৮’শ টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৪ ২০২০, ০৩:১৮

জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধি:
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার পেপারমিল বাজার, আন্ধারীগাও পয়েন্ট, টেটিয়াচর বাজার, আমেরতল বাজার, খরিদিচর পয়েন্ট ও আসাকাচর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এসময় মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তা ও হাটে অযথা ঘুরাঘুরির দায়ে ৪৪ জনের বিরুদ্ধে ৩০ টি মামলা দায়ের করে ১০ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়। বাজার ও পয়েন্টের ১১ টি দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ১১ টি মামলার মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।##