চৌদ্দগ্রামে মাইজভাণ্ডারগামী বাস ট্রাকের সাথে সংঘর্ষ: নিহত ৬, আহত ১০
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৭ ২০১৯, ০৬:১৫

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় মাইজভাণ্ডারগামী যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কম্প্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক এ খবর নিশ্চিত করেন। দুর্ঘটনায় কবলিত বাসটি মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো বলেও জানান তিনি।