চৌদ্দগ্রামে বিয়ের ১৭ দিন পর নববধূ নিখোঁজ
একুশে জার্নাল
ডিসেম্বর ০৫ ২০১৮, ০৫:৫৪
শাহীন বিন শফিক, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে নিপা আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের সাদেক হোসেনের মেয়ে এবং জেলার আদর্শ সদর উপজেলার ঢুলিপাড়া এলাকার প্রবাসী আবদুস সালাম মাছুমের স্ত্রী।
এ ঘটনায় নিপার বাবা সাদেক হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি জিডি করেছেন। মেয়ের সন্ধান পেতে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিপা আক্তার রবিবার বিকেলে শপিং করার কথা বলে তার বাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর থেকে চৌদ্দগ্রাম বাজারে যায়। এরপর আর বাড়ি ফিরে যাননি। সেসময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
১৭ দিন আগে তার বিয়ে হয়েছিল। তার সঙ্গে ছয়-সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল বলে জানায় তার পরিবার। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।