চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিকের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৫ ২০১৯, ০৯:৩১

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার মেসে ঘুমে থাকা ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সকালে ইটভাটায় কয়লাবাহী ওই ট্রাকটি আনলোড করার সময় উল্টে গিয়ে পাশের শ্রমিকদের টিনশেড মেসে পড়ে। এতে মোট ১৩জন নিহত হয়েছেন। তাদের সবাই পুরুষ। নিহতদের গ্রামের বাড়ি নীলফামারির জলঢাকার বিভিন্ন গ্রামে বলে শুনেছি।
এরা হলেন- নীলফামারির জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫), মাসুম (১৮)।