চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাওলানা রশীদ আহমদের দিনভর গণসংযোগ
একুশে জার্নাল
মার্চ ০১ ২০১৯, ১৬:২১
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নাকরিক কমিটি মনোনিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাওলানা রশীদ আহমদ শুক্রবার দিনভর গণসংযোগ করেছেন।
সকালে গোলাপগঞ্জের সর্বজন শ্রদ্বেয় আলেম আল্লামা বশির উদ্দিন শায়খে বাঘা (রহ.) এর কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। পরে স্থানীয় এখলাছপুর এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করে বাঘা কালাকোনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করে আনারস মার্কার পক্ষে গণজোয়ার তুলার আহবান জানান।

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাওলানা রশীদ আহমদের দিনভর গণসংযোগ
দুপুর আড়াইটায় পরগনাবাজর বণিক সমিতির সভাপতি রেহান উদ্দিনের বাড়িতে এক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে আগামী ১৮ মার্চ আনারস প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। বিকাল ৪টায় পরগণাবাজরে গণসংযোগ করেন। পরগনাবাজর জামে মসজিদে আসরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
পরে বাঘা সোনাপুর বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য প্রদান করেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
দিনভর গণসংযোগকালে এডভোকেট মাওলানা রশীদ আহমদের সাথে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস;র প্রাক্তন ডেপুটি মেয়র আ হ ম অহিদ, জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, পরগনাবাজার বণিক সমিতির সভাপতি রেহান উদ্দিন, সমাজসেবী আবুল হোসেন সুফি, কবির আহমদ, হাফিজ আব্দুল হাকিম, উপজেলা গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক হাজী আবুল কালাম, পৌর বিএনপি নেতা দুলাল আহমদ, এনাম আহমদসহ বাঘা মাদরাসার শিক্ষক, ছাত্র, বাজারের ব্যবসায়ী, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান ও যুবসমাজ।