চুরির অভিযোগে কিশোরকে নির্মমভাবে নির্যাতন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৬ ২০২০, ২৩:১৮

 রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে চুরির অভিযোগে ২ কিশোরকে নির্মমভাবে পিটানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায় গাড়ির গ্যারেজে দুই সপ্তাহে আগে কাজ নেয় ইমরান(১৫) ও শুভ(১৪) নামে দুই কিশোর গত ৫ ফেব্রুয়ারী গ্যারেজের এক ড্রাইভারের আদেশে তারা একটি ব্যাটারি খুলতে যায়,তখন গ্যারেজের মালিক মনসুর মিয়া উপস্থিত হয় এবং তাদের চোর বলতে থাকে,,এ সময় তাদের কথা না শুনেই বাংলাদেশ ট্রাক কাভার ভ্যান ড্রাইভার সমিতির সভাপতি মনির তালুকদার ও গ্যারেজ মালিক মনসুর মিয়ার নেতৃত্বে কিশোরদের চুরির অপবাদে বেধড়ক পিটানো হয়।

পরে স্থানীয় শ্রমিকগন এর প্রতিবাদে ধর্মঘট আহবান করে,অতপর স্থানীয় প্রশাসন ও কাউন্সিলর বিষয়টি মিমাংসার আশ্বাস প্রদান করলে স্থানীয় শ্রমিকগন তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং দ্রুত সুষ্ঠবিচারের দাবী জানান। অন্যথায় আবারও ধর্মঘট করার কথাও জানান তারা।