চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রভাষক আবদুল করিমের মনোনয়ন বৈধ ঘোষনা
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১২ ২০১৯, ১৬:৩৫
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রভাষক মুহাম্মদ আবদুল করিম।
নির্বাচনী বিধি অনুযায়ী আজ সন্ধা ৬ টায় জেলা নির্বাচন কমিশন অফিসে জেলা রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে মনোনয়ন বাছাই অনুষ্ঠিত। এতে প্রভাষক আবদুল করিমের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
এছাড়াও চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন যারা- সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীকে, বর্তমান চেয়ারম্যান আবু তাহের স্বতন্ত্র, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান স্বতন্ত্র।