চিকিৎসা শেষে মাদরাসায় ফিরলেন আল্লামা আহমদ শফী
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৯ ২০২০, ২১:১৯
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসা শেষে মাদরাসায় পৌঁছেছেন।
হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তিনি জামিয়ায় পৌঁছেন। এ সময় মদরাসার উস্তাদ ও ছাত্রবৃন্দ তাকে ইস্তেকবাল করেন।
আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা বর্তমানে সন্তুষজনক ও শঙ্কামুক্ত।
এর আগে গতকাল বুধবার থেকে হজমজনিত হঠাৎ অসুস্থতা বোধ করায় গতকাল সকালে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়।
প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দেশের মুরুব্বি ও শীর্ষ আলেমদের একজন।