চালকের মুক্তির দাবিতে হাটহাজারীতে পরিবহন ধর্মঘট
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৮, ১০:২৯
হাবীব আনওয়ার: মোবাইল কোর্টের অভিযানকালে পুলিশের সিগনাল অমান্য করায় গতকাল এক চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে আজ ২৫ আক্টোবর (বৃহস্পতিবার) হাটহাজারীতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘাট চলছে।
গতকাল চট্টগ্রামের হাটহাজারীতে উক্ত রায়ের বিরুধীতা করে গতকাল ২৪শে অক্টোবর বুধবার দিবাগত রাত ৮টায় হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্ট মোড়ে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করে।এবং চট্টগ্রাম জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আজকে ২৫শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী রাঙ্গামাটি- খাগড়াছড়ি মহাসড়কে পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছেন।
হঠাৎ পরিবহন ধর্মাঘটের কারণে বিপাকে পরেছে সাধারণ যাত্রীরা।পরিবহন শ্রমিকদের এমন হঠকারী সিদ্ধান্তের নিন্দা জানিয়ে যাত্রীরা বলেন, দেশটা কেমন যেন মগেরমুল্লুক হয়ে গেছে! যার যখন যেটা মনে চায় সেটাই করছে।আইনের কোন দাম নেই।
উল্লেখ্য: গতকাল ২৪ ই অক্টোবর বুধবার সকালে বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউল হক মীর অভিযুক্ত চালক কে এ রায় প্রদান করেন। উক্ত চালকের নাম মো. দিদারুল আলম (৬০)। সে ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের মো. নুরুল ইসলামের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মত বুধবারেও মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম বিআরটিএ আদালত। মোবাইল কোর্ট চলাকালে দায়িত্বরত পর পর ৩ পুলিশ সদস্য বাসকে সিগন্যাল দিলে তা অমান্য করে তাদের উপর জোরে গাড়ি চালিয়ে চলে যায়। পুলিশ লাফ দিয়ে সরে সাইডে চলে না আসলে তা পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার উপক্রম হত। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই ৩ পুলিশ সদস্য।
তাৎক্ষণিকভাবে বিষয়টি হাটহাজারী স্টেশনের ওখানে দায়িত্বরত সার্জেন্টকে ফোনে জানিয়ে মোবাইল কোর্টের পুলিশ ওই গাড়িকে ধাওয়া করে। হাটাজারীতে ট্রাফিক সার্জেন্ট তাকে সিগন্যাল দেয়ার পরও না থামিয়ে জোরে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আজকে মোবাইল কোর্ট পরিচালনার সময় ১৩টি মামলায় ৩৩ হাজার ৫০০টাকা জরিমানা করি এবং ওই ড্রাইভারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।