চার লাখ টাকার বই কিনেছেন রিকশা চালক জাহিদুল

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৭ ২০১৮, ০৯:৫০

একুশে জার্নাল  ফিচার: জাহিদুল ইসলাম। পেশায় একজন রিকশা চালক।

খুবই সামান্য পেশার মানুষ। ব্যস্ত শহরের মানুষগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে যে কয় টাকা পান, সেটা দিয়েই জীবন নির্বাহ করেন।
আপাত দৃষ্টিতে একজন বৈশিষ্ট্যহীন সাধারণ মানুষই মনে হবে তাকে। কোটি নাগরিকের ঢাকায় এমন জাহিদুলের সংখ্যা যে কম নয়।

কিন্তু আপনি যদি শোনেন, এই স্বল্প আয় থেকে টাকা বাঁচিয়ে এই জাহিদুল নিয়মিত বই কিনে থাকেন।
যেনতেন বই নয়; এডভেঞ্চার-থ্রিলারও নয়; বা অর্ধপর্ন গল্পের বইও নয়; তিনি বেছে বেছে জীবনমুখী সুসাহিত্যের বই কিনেন। অবাকই হবেন।

বিগত দশ বছর ধরে তিনি অনবরত বই কিনে চলেছেন।
আমাদের মধ্যবাড্ডার বিক্রয়কেন্দ্র থেকে তিনি নিয়মিত ইসলামি বাংলা বই কিনেন। হিসেব করলে দেখা যায়, তিনি এই দীর্ঘ সময়ে পিপড়ার মতো একটু একটু করে সঞ্চয় করে প্রায় চার লাখ টাকার বই কিনে ফেলেছেন।
তখন বিস্ময়ে, ভালো লাগায়, শ্রদ্ধায় আপনি নিশ্চয়ই ভাই জাহিদুল ইসলামের গুণমুগ্ধ হবেন।

জানি, আমাদের দেশে গালিবাজ সেফুদের পোস্ট ভাইরাল হবে। ডাইনী ভঙ্গির এমপিকন্যাদের অহংকার ও ঔদ্ধত্যের ভিডিও ভাইরাল হবে। শুধু ভাইরাল হবে না জাহিদুল ইসলামদের মতো নিপাট সৎ নাগরিক ও আদর্শ বইপোকাদের বিস্ময়কর জীবনচিত্র।
-আব্দুল্লাহ আল মারুফ