চামড়া শিল্পকে বাঁচাতে আলেমদের অনন্য উদ্যোগ
একুশে জার্নাল
আগস্ট ১০ ২০২০, ১৭:২১

আহমদ মালিক:
সিন্ডিকেট করে ধ্বংস করে দেয়া চামড়া শিল্পের বড় উৎস কোরবানীর চামড়াকে রক্ষার্থে উদ্যোগ নিয়েছেন দেশের প্রায় ৫০০ ধনাঢ্য আলেম।
আলেমদের তত্ত্বাবধানেই একটা চামড়া শিল্প প্রক্রিয়াকরণ কারখানা হবে। ৫০০ জন আলেম প্রত্যেকে ১০ লাখ টাকা করে বিনিয়োগ করবেন।
কোরবানি ঈদে দেশের সকল চামড়া একত্রিত করা হবে। ১০ হাজার শ্রমিক দিয়ে সকল চামড়া লবণজাত করা হবে। কারখানায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদন করে প্রস্তুত করা হবে জুতা, সেন্ডেল, বেল্ট, মানিব্যাগসহ চামড়ার বিভিন্ন পণ্যসামগ্রী।
নিজেরাও হবে স্বাবলম্বী, সারা দেশের আলেমদের নেতৃত্বে হাজার হাজার বেকারের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
তৈরিকৃত পণ্যসামগ্রী সারা বিশ্বে রপ্তানি হবে বলেও জানা গেছে।