চামড়া নিয়ে সিন্ডিকেট বন্ধের আহ্বান কওমী ফোরামের
একুশে জার্নাল
আগস্ট ২০ ২০১৮, ১১:০৭
একুশে জার্নাল: কুরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে কওমী ফোরাম। আজ (সোমবার) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি হলে কওমী ফোরামের উদ্যাগে ‘চামড়ার মূল্য কমানোর প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের নেতাকর্মীরা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুরবানির অংশ ও গরিবের হক এই চামড়া নামমাত্র মূল্য দিয়ে লুটে নেয়ার চক্রান্ত দিনদিন বৈধতা পাচ্ছে এবং এই চক্রান্ত রুখে দাঁড়ানোর কার্যত কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না।
তারা বলেন, পোশাক শিল্পের পর আমাদের অর্থনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় খাত চামড়াশিল্প। সম্ভাবনাময় চামড়াশিল্পের দ্রুত বিকাশের স্বার্থে কোরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করতে হবে। অন্যথায় মাদরাসা শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চামড়া শিল্পও ক্ষতিগ্রস্থ হবে।
এসময় তারা যৌক্তিক জায়গা থেকে চামড়ার মূল্য পুনরায় নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, আর আমরা মনে করি, এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক মুফতি সাাখাওয়াত হোসাইন রাজী৷ উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাওলানা হাসান জামীল, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা গাজী ইয়াকুব, শায়খ উসমান গনি, মুফতী রিজওয়ান রফিকী, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী জাকারিয়া সিদ্দিকী, মুফতী তোফায়েল গাজালী প্রমুখ৷