চাপের মুখে অভিবাসন নীতিতে পরিবর্তন আনলেন ট্রাম্প।
একুশে জার্নাল
জুন ২১ ২০১৮, ১০:০৪
একুশে জার্নাল ডেস্ক: চাপের মুখে অভিবাসন নীতিতে বুধবার পরিবর্তন এনেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন, অভিবাসীদের থেকে তাদের সন্তানদের আলাদা করে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার নেই।
এ বিষয়ে চুক্তি সাক্ষরের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা নির্বাহী আদেশে স্বাক্ষর করছি। আমি এটিকে খুবই গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ বলেই মনে করছি। তবে একই সময়ে আমরা সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ সীমান্তের বিষয়ে নিশ্চিত হতে চাই।’
অভিবাসীদের স্রোত ঠেকাতে ও তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্র সীমান্তে পরিবার থেকে শিশুদের আলাদা করে ফেলা হয়। এ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছিল।নিষ্ঠুর এ কৌশল বন্ধে আহ্বা জানিয়েছিলেন বিভিন্ন ধর্ম, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় নেতারা। সম্প্রতি বিষয়টাকে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যা দেন ট্রাম্পের স্ত্রী ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া। সাবেক ফার্স্ট লেডিরাও বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হন।